আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডের তথ্য ফাঁস, প্রথম সারিতে নেইমারসহ ৮ তারকা

আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব বুঝে পাবেন কার্লো আনচেলত্তি। তার প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইকুয়েডর ও কলম্বিয়া ম্যাচ। গুঞ্জন রয়েছে, এই দুই ম্যাচের স্কোয়াড তৈরি কাজ ইতোমধ্যে শুরু করেছে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

এসবের মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে টিএনটি স্পোর্টস ব্রাজিল। নিজস্ব এক সূত্রের বরাত দিয়ে স্কোয়াডের আংশিক তালকা প্রকাশ করেছে গণমাধ্যমটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাথমিক তালিকায় ফ্ল্যামেঙ্গো থেকে ছয়জন খেলোয়াড়, সান্তোসের একজন ফরোয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছেন। আর এই ৮ জনের মধ্যেই আছেন অস্কার। যিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে। 

প্রাথমিক ৮ জনের মধ্যে ফ্ল্যামেঙ্গো থেকে আছেন লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো। সান্তোস থেকে আছেন নেইমার এবং সাও পাওলো থেকে স্কোয়াডে আসছেন অস্কার। 

এ ছাড়া গুঞ্জন রয়েছে, রিয়াল মাদ্রিদের নিজের সাবেক শিষ্য ক্যাসেমিরোকেও দলে পেতে চান কার্লো আনচেলত্তি। বর্তমান দুই শিষ্য ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগো যে থাকছেন, সেটাও অনেকাটাই নিশ্চিত। 

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইপর্ব পার করা। কনমেবল অঞ্চলে এখন তারা আছে চতুর্থ স্থানে। বাংলাদেশ সময় জুনের ৬ তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা হবে আনচেলত্তির। এরপর ঘরের মাঠে কলম্বিয়া ম্যাচ ১১ তারিখ। 

উল্লেখ্য, ব্রাজিলের কোচ হিসেবে ২০২৬ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।