আন্তর্জাতিক কারাতে কাপ প্রতিযোগীতায় বাংলাদেশের ১৫টি স্বর্ণ পদক অর্জন

১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫ প্রতিযোগীতায় মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৫টি তাম্র পদক অর্জন।
২২-২৩ ফেব্রুয়ারি শ্রীলংকার অনুরাধাপুরায় অনুষ্ঠিত ১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫ প্রতিযোগীতায় বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনে। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিস্তিন এবং শ্রীলংকার প্রায় ২ হাজার জন খেলোয়াড় উক্ত প্রতিযোগীতায় অংশ নেয়।

টিম ম্যানেজার মো: মনিরুজ্জামান এবং কোচ মো: সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১০ খেলোয়াড় উক্ত প্রতিযোগীতায় অংশ নিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরে।

একক কাতা, দলগত কাতা এবং কুমিতে এই তিন ক্যাটেগরীতে অংশ নিয়ে ১৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৫টি তাম্র পদক অর্জন কওে মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। এর মধ্যে বিভিন্ন বিভাগে একক কাতায় স্বর্ণ পদক অর্জন করে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, অপূর্ব মজুমদার, রাইয়ান সিদ্দিক, ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান এবং মো: আব্দুর রউফ।

রৌপ্য পদক অর্জন করে অর্পা মজুমদার, তাসফিয়া ইসলাম তানহা এবং তাম্র পদক অর্জন করে মো: মাহদ্বিনুর রহমান রাফি।
দলগত কাতায় স্বর্ণ পদক অর্জন করে সাবেকাতুল জান্নাহ, অর্পা মজুমদার এবং সিদরাতুল মুনতাহার টিম ও ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান এবং মো: আব্দুর রউফের টিম। টিম কাতায় তাম্র পদক অর্জন করে মো: মাহদ্বিনুর রহমান রাফি, অপূর্ব মজুমদার এবং রাইয়ান সিদ্দিকের টিম।

কুমিতেতে স্বর্ণ পদক অর্জন করে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া ইসলাম তানহা, অপূর্ব মজুমদার, কাজি ইসতিয়াক জোহান এবং মো: আব্দুর রউফ। রৌপ্য পদক অর্জন করে ইকরামুল তাহসিম এবং তাম্র পদক অর্জন করে অর্পা মজুমদার, মাহদ্বিনুর রহমান রাফি এবং রাইয়ান সিদ্দিক।