আবারও ফিরছে ‘লাক্স সুপারস্টার’, চলছে রেজিস্ট্রেশন

সাত বছর পর আবারও পর্দায় ফিরছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। নতুন ফরম্যাট, নতুন ভাবনা আর অনেক চমক নিয়ে আসছে এই দশম আসর। আর হ্যাঁ— ইতোমধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন । ২০০৫ সালে শুরু হওয়া এই শো তৈরি করেছে অসংখ্য তারকা— বাঁধন, মিম, মেহজাবীন, মম, বিন্দু, টয়ার মতো পরিচিত মুখগুলো কিন্তু একসময় এই মঞ্চ থেকেই যাত্রা শুরু করেছিলেন।

এইবার একটু আলাদা, আগে হয়ত শুধু সৌন্দর্যকেই দেখা হতো, কিন্তু এবার ব্যাপারটা একটু ভিন্ন। এইবার প্রাধান্য পাচ্ছে তিনটি হাইপ স্কিল : অভিনয় — চরিত্রে ঢুকে অভিনয়ের গভীরতা দেখাতে হবে স্টাইলিং— শুধু সাজ নয়, বরং আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব, কনটেন্ট মেকিং— ক্যামেরার সামনে-পেছনে নিজেকে তুলে ধরার খেলা থাকছে ট্রেনিং, গ্রুমিং আর মেন্টরিং এই প্রতিযোগিতায় যারা থাকবেন, তাদের জন্য থাকছে এক্সপার্টদের হাতে প্রশিক্ষণ। অভিনয় থেকে শুরু করে ক্যামেরার হ্যান্ডলিং— সবই শেখানো হবে। তাই জিতুন বা না জিতুন, আপনি নিজেই হয়ে উঠতে পারেন ভবিষ্যতের মিডিয়া আইকন।

বিচারকের চেয়ারে কারা?

তিনজন হেভিওয়েট— মেহজাবীন চৌধুরী, জয়া আহসান, রায়হান রাফী। তারা খুঁজে বের করবেন সেই প্রতিভা, যার চোখে স্বপ্ন আর ভেতরে গল্প বলার আগুন।

কীভাবে অংশ নেবেন?

বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে অভিনয়, ফ্যাশন আর কনটেন্ট মেকিং–এই তিনটা জিনিসে আগ্রহ থাকলেই হল । রেজিস্ট্রেশন চলছে ১২ জুন ২০২৫ পর্যন্ত

অনলাইনে ফর্ম পূরণ করতে ভিজিট করুন : www.luxsuperstar.com

বিস্তারিত জানতে চোখ রাখুন লাক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে

অন্য কিছু সিলেক্টেড ক্যাম্পাস ও লোকেশন থেকেও সরাসরি অংশগ্রহণ করা যাবে।

তাহলে, রেডি তো?

হয়ত আপনি-ই হচ্ছেন সেই নতুন মুখ, যাকে খুঁজছে বাংলাদেশ। একটা ক্লিক—আর বদলে যেতে পারে আপনার পুরো লাইফ!