আরব আমিরাতে আল হারামাইন গ্রুপের ১০ হাজার মানুষের বৃহৎ ইফতার মাহফিল

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ব বিখ্যাত সুগন্ধি প্রস্তুতকারক “আল হারামাইন পারফিউমস” কোম্পানির উদ্যোগে পবিত্র খতমে কুরআন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির পরিচালক মুনিরা রহমান।

বিখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো সংযুক্ত আরব আমিরাতে বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমিরাতের আজমান প্রদেশে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই বিশাল ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার (নারী পুরুষ) মানুষের সমাগম ঘটে। এতে দেশ-বিদেশের কূটনৈতিক, কমিউনিটি ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি সহ, স্থানীয় আরবী,লন্ডন,আমেরিকা, ভারত, পাকিস্তান ও এশিয়াসহ প্রায় ২০ টি দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। অত্যান্ত সিকিউরিটি দক্ষতার সহিত অনুষ্ঠানে এসময় প্রতিষ্ঠানের কয়েকশ কর্মী পুরো আয়োজনে আপ্যায়নের দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া শেষে ইফতারের আগে বিশেষ মুনাজাত করা হয়।
আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির বলেন, স্থানীয় অ্যারাবিয়ান, বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হারামাইন পারফিউম কোম্পানির এই আয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অতীতের চেয়েও অসংখ্য নারী-পুরুষ এতে আলাদাভাবে অংশ নিয়েছেন। ইফতার মাহফিলে শৃঙ্খলা ও সুব্যবস্থা সবার নজর কেড়েছে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল হারামাইন পারফিউমস গ্রুপের পরিচালক মুনিরা রহমান। পরে আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে
মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির আরো বলেন, দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আয়োজনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। সব মিলিয়ে এইবারে প্রায় দশ হাজারেও বেশি লোক সমাগম হয়েছে এতেই আমি আনন্দবোধ করছি।

উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএ জুড়ে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে জয় করে নিয়েছেন সুগন্ধি প্রিয়দের হৃদয়।