আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে দলে আনতে চায় রিয়াল

স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কার সঙ্গে ফুটবল ভক্তদের পরিচয় করিয়ে দেয়ার তেমন কিছু নেই। মাদ্রিদভিত্তিক এই পত্রিকার খবর বিশ্বাস করা কিছুক্ষেত্রে কঠিন। তবে অবিশ্বাস করার কোনো সুযোগও দেয় না তারা। রিয়াল মাদ্রিদকে নিয়ে তাদের খবরগুলো বরাবরই জন্ম নেয় নতুন আলোচনার। এবারে তাতে যোগ দিয়েছে নতুন এক দলবদলের গুঞ্জন।

লিভারপুলের রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে রিয়ালের আগ্রহের খবর বেশ পুরাতন। সম্প্রতি ভার্জিল ভ্যান ডাইক এবং মোহাম্মেদ সালাহর সঙ্গে চুক্তি নবায়ন করলেও আর্নল্ডের সঙ্গে নতুন কোনো চুক্তি করেনি অলরেডরা। এরপরেই ইংলিশ রাইটব্যাকের দলবদলের গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে। এরমাঝে খবর, লিভারপুলেরই আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দলে নিতে আগ্রহী লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের মাঝমাঠের দীর্ঘদিনের ভরসা হয়ে ছিল ক্যাসেমিরো-ক্রুস এবং মদ্রিচের জুটি। ক্যাসেমিরো চলে গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্রুস অবসরে। আর লুকা মদ্রিচ এখন ক্যারিয়ারের একেবারেই শেষ সময়টা পার করছেন। এমন অবস্থায় চুয়ামেনি, বেলিংহ্যাম আর কামাভিঙ্গাকে নিয়েই নিজেদের আগামীর মাঝমাঠ সাজাচ্ছে রিয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর ভাষ্য, নতুন দিনের জন্য টনি ক্রুসের মতো বল প্লেয়িং মিডফিল্ডার হিসেবে ম্যাক অ্যালিস্টারকে মনে ধরেছে রিয়াল ম্যানেজমেন্টের।

মার্কার দাবি, চলতি মৌসুমে বারবার পয়েন্ট খোয়াতে থাকা রিয়াল মাদ্রিদ বর্তমানে ম্যাক অ্যালিস্টারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে। প্রতিনিয়ত উন্নতি করতে থাকা এই লিভারপুল মিডফিল্ডার মাদ্রিদের সঙ্গে মানানসই বলেই মনে করেন তারা। শুরুতে স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দির দিকে আগ্রহ থাকলেও আপাতত ম্যাক অ্যালিস্টারকেই নাকি পাখির চোখ করেছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে এরইমাঝে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে চার গোল এবং চার অ্যাসিস্ট করেছেন ম্যাক অ্যালিস্টার। সবমিলিয়ে আছে ৬ গোল। আর্জেন্টিনার জার্সিতেও বেশ উজ্জ্বল তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে আছে ২ গোল। আবার ২০২৪ সালের কোপা আমেরিকাতেও ৫ ম্যাচে ছিল ২ অ্যাসিস্ট। আক্রমণ বা রক্ষণ দুদিকেই দারুণ কার্যকর। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আগ্রহের চোখ থাকতেই পারে মাদ্রিদ শিবিরে।

তবে এই গুঞ্জন শুরুর পর লিভারপুলকে স্বস্তি দিতে পারে তার বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারের বক্তব্য। আর্জেন্টিনারই সাবেক এই ফুটবলার এক রেডিওতে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয় না (দলবদল)। সময় সব বলে দেবে। অ্যালেক্সিস এখন যেখানে আছে, সুখেই আছে। সে ম্যানচেস্টারে রবার্টসন (লিভারপুল লেফটব্যাক) এবং গোমেজ (লিভারপুল ফুলব্যাক) এর মতো একই বক্লে থাকে। চার ব্লক দূরেই থাকে লিচা মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজ)।