এ দেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ভোটের মাঠে ফিরে আসার নৈতিক অধিকার নেই।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরের রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সেবক হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগ মুক্ত দেশের দাবি তুলে বলেন, জামায়াত-বিএনপি জাতীয় স্বার্থে এক থেকে ফ্যাসিবাদকে প্রতিহত করবে।
আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, বিভিন্ন কারণে জামায়াত-বিএনপির অমিল থাকতে পারে, কিন্ত ফ্যাসিবাদ ঠেকাতে এক হতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে ওই আয়োজনে অংশ গ্রহণ করেন বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। আলোচনায় অংশ নিয়ে সেদিনের শহীদ স্বজনদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় হলরুমে। এ সময় বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর।