ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে দুপক্ষকে রাজি করাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সোমবার (১৯ মে) গ্রিনিচ মান সময় দুপুর ২টায় ডোনাল্ড ট্রাম্প প্রথমে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। এর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ন্যাটো সামরিক জোটের নেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন তিনি। খবর আলজাজিরার।

রোববার (১৮ মে) ভলোদিমির জেলেনস্কি মার্কিন শীর্ষ কর্মকর্তা ও ইউরোপীয় নেতাদের সঙ্গে রোমে বৈঠকে বসেন। এই বৈঠকগুলোতে তিনি জানান, ইউক্রেন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ‘সত্যিকার কূটনীতিতে’ জড়িয়ে আছে।

অন্যদিকে, যুক্তরাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোন সংলাপে কোনো ধরনের শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে কথা বলেন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে শান্তি আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বলেও তারা জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে বড় ধরনের ড্রোন হামলা চালানোর পরপরই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। গতকাল রোববার ইউক্রেনে চালানো ওই হামলায় রাশিয়া ২৭৩টি ড্রোন ব্যবহার করে। ইউক্রেনের বিস্তীর্ণ এলাকাজুড়ে এসব ড্রোন বিস্ফোরিত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে।