পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইজেনারেশন পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল ইমরান। গত ২৫ এপ্রিল থেকে তিনি এ পদে কর্মরত রয়েছেন।
এছাড়া, কোম্পানিটির ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন আহসান এইচ. আমিনুর। গত ১ মে তিনি এ পদে যোগদান করেছেন।