ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার গঠনে পৃষ্ঠপোষক ঢালাই স্পেশাল সিমেন্ট

বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে সিভিল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার মিটআপ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’।

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার আফতাবনগর খেলার মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির, শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান।

সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর ইমেরিটাস ড. এম শামীম জেড বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত আলী ভূঁইয়া, আব্দুর রাজ্জাক, মো. আমিরুল ইসলাম খান, মেজর (অব.) মো. আলতামাস করিম, ইঞ্জিনিয়ার শহিদ হাসান লায়ন, ইঞ্জিনিয়ার বেনজির আহমদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ঢালাই স্পেশাল সিমেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে। ঢালাই স্পেশাল সিমেন্টের স্টলে উপস্থিত ইঞ্জিনিয়ার ও নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিরা আধুনিক নির্মাণ প্রযুক্তিতে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের ভূমিকা এবং দ্রুত শাটারিং খোলার কার্যকারিতা সম্পর্কে জানতে পারেন।

অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া বলেন, বিল্ডিং নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় আধুনিক নির্মাণ শিল্পে দ্রুত প্রকল্প সম্পন্ন করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। দ্রুতগতিতে অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়।

নির্মাণ বিশেষজ্ঞরা বলেন, ঢালাই স্পেশাল সিমেন্টের মতো র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের ফলে কংক্রিট দ্রুত প্রাথমিক শক্তি অর্জন করে, যা দ্রুত শাটারিং খোলার সুযোগ তৈরি করে। ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি প্রকল্পের মোট নির্মাণ ব্যয়ও কমে আসে।

সভায় আরও বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, রিহ্যাবের সহ-সভাপতি (ফিন্যান্স) ও আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার রিয়াদ মাহমুদসহ আরও অনেকে।