শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শমরিতা হসপিটাল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ অক্টোবর, বিকাল ২.৩৫টায়; শমরিতা হসপিটালের ২৮ অক্টোবর, সন্ধ্যা ৭টায়; সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ অক্টোবর, বিকাল ৩টায়; আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২৯ অক্টোবর, বিকাল ৩টায়; গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৩০অক্টোবর, বিকাল ২.৩০টায়; ফেডারেল ইন্স্যুরেন্সের ২৮ অক্টোবর, বিকাল ২.৪৫টায়; রেকিট বেনকিজারের ২৯ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায়; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৯ অক্টোবর, বিকাল ৪টায়; সিটি ব্যাংকের ২৯ অক্টোবর, বিকাল ৩টায়; এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২৮ অক্টোবর, বিকাল ৩টায়; ওয়ান ব্যাংকের ৩০ অক্টোবর, বিকাল ৩টায়; মিডল্যান্ড ব্যাংকের ২৯ অক্টোবর, বিকাল ৪টায়; ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৯ অক্টোবর, বিকাল ৪টায় এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও শমরিতা হসপিটালের বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।