ইরানের তেল বিক্রিতে সহায়তা করায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ২২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে ইরান-সংশ্লিষ্ট এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে।
ট্রেজারি বিভাগ বলেছে, ইরানের সবচেয়ে শক্তিশালী আধা-সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস ফোর্স এসব কোম্পানির সহায়তায় তেল বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে। যুক্তরাষ্ট্র কুদস ফোর্সকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।
আরও পড়ুনঃ ইরান সংকট কি আসলেই শেষ নাকি ‘বড় যুদ্ধ’ আসন্ন?
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ইরানের বাইরে বিভিন্ন দেশের কোম্পানির মাধ্যমে অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে শত শত মিলিয়ন ডলারের তেলের লভ্যাংশ স্থানান্তর করে কুদস ফোর্স। মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এসব কোম্পানির সহায়তায় ওই কৌশল অবলম্বন করে ইরানের এই বাহিনী।
এই অর্থ ইরানের অস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সহায়তা করতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। অতীতেও একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ইরান ও ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘‘ইরানি সরকার জনগণের কল্যাণে নয়, বরং তাদের অস্থিতিশীল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নের জন্যই ব্যাপকভাবে ছায়া ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল।’’
সূত্র: রয়টার্স।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।