ইরান এক্সপোতে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ

আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ইরানের রাজধানীর তেহরানে বসছে ‘ইরান এক্সপো-২০২৫’। এক্সপোতে বাংলাদেশকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র হস্তান্তর করেছে ইরান।

বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব আগামী ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে ইরানি ব্যবসা/বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রদূতের সহযোগিতা চাওয়া হয়। উভয়পক্ষ অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার উপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও দৃঢ় করার জন্য পররাষ্ট্রসচিবের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উভয়পক্ষ সাংস্কৃতিক বিনিময়, ভিসা মওকুফ, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আটকে থাকা চুক্তি এবং সমঝোতা স্মারক সই করার বিষয়ে আলোচনা করেন। তারা যৌথ অর্থনৈতিক কমিশন এবং পররাষ্ট্রসচিব পর্যায়ের সভা দ্রুত সময়ে করার বিষয়েও আলোচনা করেন।

রাষ্ট্রদূত চাভোশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘস্থায়ী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।