ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামীব্যাংকবাংলাদেশ পিএলসি-এরপরিচালনাপরিষদের এক সভা২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ইসলামীব্যাংকটাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল­াহ আলমাসুদ এতে সভাপতিত্ব করেন। হাইব্রিডসিস্টেমে অনুষ্ঠিত সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিটকমিটির চেয়ারম্যান মোঃ আবদুসসালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্টকমিটির চেয়ারম্যানপ্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুলজলিল ও প্রফেসর ড. এম জুবায়দুররহমান, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমরফারুকখান, শরী’আহসুপারভাইজরি কমিটির সদস্য সচিবপ্রফেসর ড. মুহাম্মাদ আব্দুসসামাদএবং কো¤পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমউপস্থিত ছিলেন।