ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩১ মে। এবার মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থীই প্রথমবারের মতোই ই-ক্যাব নির্বাচন করছেন। ভোটে প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
সংগঠনটির মোট ৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন। তফসিল অনুযায়ী রোববার (২৭ এপ্রিল) শেষ হয়েছে প্রার্থিতা সংগ্রহ ও দাখিলের কাজ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার পরিচালক পদের জন্য মনোয়নপত্র কিনেছেন ৩৮ জন। তবে জমা দিয়েছেন ৩৬ জন। অর্থাৎ প্রার্থীদের আবেদন আবেদন থেকে সংগঠনটি এবার আয় করেছে ১৯ লাখ টাকা। আর একজন প্রার্থীর বিপরীতে ভোটার হয়েছেন প্রায় ১৪ জন।
এদিকে, আগামী ৮ মে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১৫ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ১৮ মে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বলা যাবে শেষে কারা থাকছেন এবারের নির্বাচনে। তবে ধারণা করা হচ্ছে এবারে ভোটে তিনটি প্যানেল হতে যাচ্ছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।
ই-ক্যাব নির্বাচন ৩১ মে
