ঈদের সকালেও ঘরে ফিরছে মানুষ

পুরো এক মাস সিয়াম সাধনার পর নাড়ির টানে বাড়ি ফিরেছে লাখ লাখ মানুষ। তবে ঈদযাত্রা শেষ হলেও আজ ঈদের সকালেও অনেকেই ঘরে ফিরছেন।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর ফকিরাপুল বাস টার্মিনাল ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শেষ সময়েও অনেকেই বাড়ি ফিরছেন। নানা ব্যস্ততা শেষে ঈদের আনন্দ ভাগ করতে ছুটে চলছেন শিকড়ের কাছেই। তবে পর্যাপ্ত পরিবহন সেবা না থাকায় কেউ কেউ বিড়ম্বনার কথা বলছেন।

ফকিরাপুলের শ্যামলী কাউন্টারের ম্যানেজার মিঠু বলেন, আজ আমরা সকাল ৯টায় একটি বাস ছাড়বো। পরে আবার বিকাল থেকে বাস পাবেন যাত্রীরা। সাধারণত ঈদের সকালে অন্যবছর যেমন যাত্রী পাই, এ বছর তেমন নেই। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহাতে ঈদের সকালে বেশি মানুষ গ্রামে যান।

এদিকে, ফকিরাপুলের গ্রীণ লাইন পরিবহণের ম্যানেজার সৌমিত্র বলেন, আমাদের মোটামুটি সারাদিন বিভিন্ন রুটে বাস চলবে। যারা বিভিন্ন ব্যস্ততায় গ্রামে যেতে পারেননি, তারা আজ গ্রামে গিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। আজ সকাল থেকেই আমাদের কাউন্টারে প্রচুর যাত্রী রয়েছে। বেশিরভাগ পরিবহণের সেবা বন্ধ থাকায় আজ যাত্রীর চাপও বেশি।

চট্টগ্রামগামী যাত্রী ফরিদুল ইসলাম বলেন, ইচ্ছা ছিল আগেই বাড়ি ফিরবো, কিন্তু ছুটি না থাকায় সম্ভব হয়নি। গতকাল রাতে ছুটি পেয়েছি, ঝুঁকি না নিয়ে আজ সকালেই রওনা দিলাম। সেহেতু রাস্তা ফাঁকা, দ্রুত বাড়ি গিয়ে ঈদের আনন্দ উদযাপন করতে পারবো।

ইয়াসমিন নামের আরেক যাত্রী বলেন, ভেবেছিলাম এবার ঈদ ঢাকাতেই করবো, কিন্তু বাচ্চারা প্রচুর কান্নাকাটি করছে মামাবাড়ি ঈদ করার জন্য। অবশেষে গ্রামে ফিরতেই হচ্ছে। রাস্তায় তেমন বাস নেই, দুই-একটা বাস থাকলেও সিট নেই। তবে আলহামদুলিল্লাহ, সিট পেয়েছি। এখন ঠিকভাবে যেতে পারলেই শুকরিয়া।