ঈদে ২০ লাখ বাসটিকেট বিক্রি করবে বিডিটিকেটস

বছর ঘুরে আবারও এসেছে ঈদ, আর ঈদ মানেই আপন নীড়ে ফেরার তাগিদ। তবে, ঈদযাত্রা সবসময় সহজ হয় না। দীর্ঘ লাইনে দাঁড়ানো, টিকেটের সংকট এবং কালোবাজারির কারণে অনেকেই চরম দুর্ভোগে পড়েন। যাত্রীদের এই ভোগান্তি দূর করতে, দেশসেরা অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস নিয়ে এসেছে দারুণ এক উদ্যোগ।

এবার ঈদুল ফিতরে বিডিটিকেটস বিক্রি করবে ২০ লাখেরও বেশি বাস টিকেট, যা পাওয়া যাবে ঘরে বসেই, মাত্র কয়েক ক্লিকেই!

বিডিটিকেটস বাংলাদেশের প্রায় ৯৯% লং রুটের বাস সার্ভিস যুক্ত করেছে তাদের প্ল্যাটফর্মে। ফলে দেশের যেকোনো প্রান্তে যাত্রা করা হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। দেশের যেকোনো প্রান্তেই যেতে চান না কেন, বিডিটিকেটস-এ আপনার গন্তব্যের বাসটিকেট অবশ্যই খুঁজে পাবেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চল হোক কিংবা জেলার সদর, বিডিটিকেটসে রয়েছে প্রতিটি রুটের সেরা বাসের টিকেট।

টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন https://www.bdtickets.com-এ! যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করুন, সপ্তাহের সাত দিনই।

স্মার্টফোন কিংবা কম্পিউটার, যেকোনো ডিভাইস থেকে মিনিটের মধ্যেই টিকেট বুক করা যায় বিডিটিকেটস-এ। রোজা রেখে তীব্র গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট না করে, ঘরে বসেই অনলাইনে সিট সিলেক্ট করুন আর পেমেন্ট করে নিশ্চিন্ত থাকুন। বিডিটিকেটস-এ টিকেটের দাম ছাড়া অন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আর দিনের হোক বা রাতের, যখন ইচ্ছা তখন টিকেট কাটার সুবিধা রয়েছে বিডিটিকেটসে।

এবারের ঈদযাত্রা হোক ঝামেলামুক্ত ও আরামদায়ক। আপনার পছন্দের সিট এখনই বুক করুন এবং নিশ্চিত থাকুন পরিবারের সঙ্গে আনন্দময় ঈদের জন্য। ‘বাংলাদেশের টিকেট মানেই ‘বিডিটিকেটস’!