এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় দুর্ঘটনা: বাস চালকসহ গ্রেফতার ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস-মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ. ক. ম আক্তারুজ্জামান বসু মিয়া।

তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, আপাতত ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণহীন ছিল। তবে আরও কোনো কারণ আছে কিনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হয়েছেন।