মাত্র বাইশ বছর বয়সে নাটকের মঞ্চকে বিদায় জানাতে হয়েছিল ওপার বাংলার অভিনেত্রী নটী বিনোদিনীকে। এমনকি কলকাতার স্টার থিয়েটারের সঙ্গেও জড়িয়ে রয়েছে অভিনেত্রীর নাম। ‘বিনোদিনী’র চরিত্রে অভিনয় ধন্য করেছে তাকে।
এ কথা বারবারই বলতে শোনা গেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। এবার আরও এক নতুন চমক। ‘১৫ তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হতে চলেছেন অভিনেত্রী। ভক্ত-অনুরাগীদের মাঝে আনন্দ ভাগ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান রুক্মিণী।
রুক্মিণী বলেন, ‘সত্যি বলতে ‘বিনোদিনী’ আমায় ভরিয়ে দিয়েছে। দু’হাত ভরে আশীর্বাদ পাচ্ছি। এতটাই খুশি হয়েছিলাম যে প্রথমে খবরটা বিশ্বাসই হয়নি। পরিচালক রাম কমল প্রথম ফোন করে জানায় বিষয়টা।’
অভিনেত্রীর ভাষ্য, ‘এখনও যেন আনন্দটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। রাম যখন ফোন করেছিল আমি তো ঘুমাচ্ছি। ও মাকে ফোন করে জানায় বিষয়টা। আসলে রাম আমাকে সারপ্রাইজ় দিতে চেয়েছিল।’
রুক্মিণীর কাছে পুরস্কার শুধুই একটা প্রাপ্তি নয়, আরও ভালো কাজ করার মোটিভেশনও। অভিনেত্রীর কথায়, ‘এই সিনেমাটি আজীবন আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। তবে ‘বিনোদিনী’র থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো ‘বিনোদিনী থিয়েটার’। আমি সত্যিই সম্মানিত।’