এনআরবি ব্যাংকের ইয়ার টু ডেট বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

এনআরবি ব্যাংক পিএলসির ঢাকা, খুলনা ও রাজশাহী জোনের জন্য ইয়ার টু ডেট বিজনেস কনফারেন্স ২০২৫ (১ম ত্রৈমাসিক) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ব্যাংকটির কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, পরিচালকবৃন্দ এ কে এম মিজানুর রহমান এফ সি এ, শেখ মোঃ সেলিম, মোঃ কামরুল ইসলাম চৌধুরী, শেখ মতিউর রহমান, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।

উপ-ব্যবস্থাপনা পরিচলক মো: শাহীন হাওলাদার, মো: আলী আকবর ফরাজী এবং আনোয়ার উদ্দিনসহ করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা এবং ঢাকা, খুলনা ও রাজশাহী জোনের সকল শাখা ব্যবস্থাপক ও উপস্থিত ছিলেন।

সভায় চলতি বছরের ১ম ত্রৈমাসিকে বিভিন্ন শাখা ও বিভাগসমূহের অর্জিত ব্যবসার অগ্রগতি নিয়ে বিষদ আলোচনা করা হয় এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।