আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. দাউদ মিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) করেছে সরকার।
রোববার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. দাউদ মিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।