এনসিসি ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল শনিবার (১৭ মে) কেক কেটে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাহকদের প্রতিটি প্রয়োজনে নিবেদিত থাকার জন্য ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা শপথ গ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে ব্যাংকের যৌথ সফলতা, অর্জন এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা সভায় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন (অনলাইনে), পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং মো. মনিরুল আলমসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ১৯৯৩ সালের ১৭ মে এনসিসি ব্যাংক যাত্রা শুরু করে আজ ৩২ বছর পূর্ণ করল। এ দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এনসিসি ব্যাংক ইতোমধ্যে দেশের অন্যতম একটি সেরা ব্যাংকে পরিণত হয়েছে। গ্রাহকের আস্থা নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক ৩২ বছরের পথ চলায় আজ বিভিন্ন আর্থিক মানদন্ডে একটি ভালো ব্যাংক হিসেবে স্টেক হোল্ডারদের কাছে সমাদৃত হচ্ছে এবং এটা মূলত স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়মানুবর্তিতা এবং করপোরেট সুশাসনেরই প্রতিফলন। আগামীতে সর্বাধুনিক ব্যাংকিং সেবা দিয়ে সব শ্রেণির গ্রাহকদের প্রয়োজন মেটাতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। গ্রাহকসেবায় আমরা এক নতুন মাত্রা যোগ করতে চাই যাতে করে গ্রাহকরা তাদের সুবিধাজনক সময়ে ও স্থান থেকে সহজে ও সর্বোচ্চ স্বস্তি নিয়ে ব্যাংকিং করতে পারে। প্রয়োজনীয় কিছু সেবার ক্ষেত্রে স্থান বা কালের কোনো সীমাবদ্ধতা থাকবে না। আর সেই সঙ্গে ব্যাংকিং সেবা সবার জন্য উন্মুক্ত থাকবে। ব্যাংক হিসেবে এনসিসি ব্যাংককে সকল স্টেকহোল্ডারদের টপ অব মাইন্ডে প্রতিষ্ঠিত করার বিষয়ে তিনি সবাইকে সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান।

এ উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দো’য়া মাহফিলে ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরী কমিটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বারাকাতী মোনাজাত পরিচালনা করেন।