এয়ারলাইন্স জি এস এ ফোরামের যাত্রা শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘এয়ারলাইন্স জি এস এ (জেনারেল সেলস এজেন্ট) ফোরাম অব বাংলাদেশ’।

রাজধানীর একটি হোটেলে রোববার (২৫ মে) আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিত্বকারী বিভিন্ন জি এস এ কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে সংগঠনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মুঞ্জুর কবির ভূইয়া।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ৭০টির বেশি বিদেশি এয়ারলাইন্স কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে প্রায় ৫০টি এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করছে জি এস এ প্রতিষ্ঠানগুলো। এদের সম্মিলিত উদ্যোগ পর্যটন ও বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জি এস এ ফোরামের আহ্বায়ক আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান, স্বাধীনতার পর থেকেই জি এস এ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের হয়ে বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে। এ শিল্পের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন ও সরকার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সহায়তার জন্যই এই ফোরামের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির সদস্যরা জানান, বর্তমানে দেশে ২৮টি জি এস এ কোম্পানি সক্রিয়ভাবে কাজ করছে। এর বাইরে আরও বেশ কিছু প্রতিষ্ঠান সদস্যপদ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব মুজাক্কের হক।

নতুন ফোরামের মাধ্যমে জিএসএ খাতের স্বচ্ছতা, সমন্বয় এবং আন্তর্জাতিক মান অর্জনের সম্ভাবনা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।