এসএসসির দশম দিনে অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ১৪

এসএসসি ও সমমান পরীক্ষার দশম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২১ হাজার ৬৭ জন পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৪ জন পরীক্ষার্থীকে। বহিষ্কার শিক্ষার্থীদের মধ্যে ৬ জন এসএসসির ৯টি সাধারণ বোর্ডের এবং ৮ জন মাদরাসা বোর্ডের।

বুধবার (৩০ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বুধবার এসএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫ লাখ ৭৬ হাজার ৭৯ জন। ২ হাজার ২৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬৫ হাজার ৬১১ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩৬৮ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৬ জনের একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের এবং ৫ জন দিনাজপুর শিক্ষা বোর্ডের।

এসএসসির দশম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৬৪, রাজশাহী বোর্ডে ১ হাজার ২৮৩, বরিশাল বোর্ডে ৯৪১, সিলেট বোর্ডে ৮৩৬, দিনাজপুর বোর্ডে ৯৬৪, কুমিল্লা বোর্ডের ১ হাজার ১৭, ময়মনসিংহ বোর্ডে ৭৪৬ ও যশোর বোর্ডে ১ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মাদরাসা বোর্ডে দাখিলের দশম দিনে সারা দেশের ৭২৫টি কেন্দ্রে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ২ লাখ ৪৩ হাজার ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩২ হাজার ৭২৯ জন এবং অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৬৯৯ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৪ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় বহিষ্কৃত হয়েছেন ৮ পরীক্ষার্থী।