এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস মো. রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ও তাঁর স্ত্রী লুৎফুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন- ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক, ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও আকিজ উদ্দিন (এস আলমের পিএস), আকিজ উদ্দিনের স্ত্রী রোকসানা খাতুন, মা রবিয়া খাতুন, ভগ্নিপতি নাছির উদ্দিন ও মো. সাইফুদ্দিন; শ্যালক গোলামুর রহমান, বেয়াই মোহাম্মদ সাইফু উদ্দিন ও বোন হাসমত আরা বেগম; ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা এসএম জামাল উদ্দিন, ব্যবসায়ী ঢাকার সবুজবাগের আলমাস আলী ও চট্টগ্রামের ফটিকছড়ির বেদার উল ইসলাম এবং এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ব্যবসা ও নিরাপত্তা পরিদর্শক মো. জসিম উদ্দিন।

দুদকের উপপরিচালক তাহসীন মুনাবীল হক ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং তাঁদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ, দুদক অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে দুদক বিশ্বস্তসূত্রে জানতে পেরেছে, এস আলম-সংশ্লিষ্ট ১৪ ব্যক্তি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তাঁদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।