দেশের পণ্যভিত্তিক সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৬০ বছরে পদার্পণ করলো। ১৯৬৬ সালের এই দিনে—১৭ জুলাই—ঢাকায় জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্য ও পেশাদার সংগঠন গঠনের মধ্য দিয়ে বাজুস যাত্রা শুরু করে। দীর্ঘ ৫৯ বছরের পথপরিক্রমা শেষে এবার উদযাপিত হচ্ছে এর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকাসহ দেশের ৬৪টি জেলা ও ৪৯১টি উপজেলায় একযোগে পালিত হচ্ছে এই প্রতিষ্ঠাবার্ষিকী। উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রায় ৪০ হাজার জুয়েলার্স পরিবার মিলনমেলায় অংশ নিচ্ছে।
আরও পড়ুনঃ জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা চায় বাজুস
এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’।
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত হচ্ছে শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভা, ব্যানার-পোস্টার ঝুলানো, আলোকসজ্জাসহ নানা বর্ণাঢ্য অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান, মালিক এবং ক্রেতা সাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জুয়েলারি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪৪ লাখ মানুষ জড়িত। সরকার যদি এই শিল্পকে যথাযথ নীতিগত সহায়তা, উৎসাহ ও কর প্রণোদনা দেয়, তবে এটি তৈরি পোশাক শিল্পের মতই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।