কলেজছাত্র হৃদয় হত্যাকাণ্ড : ৫ পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গাজীপুরের কলেজছাত্র হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি ও ডিবি পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়।

হাজির করা ৫ পুলিশ সদস্য হলেন, কে এম আশরাফ উদ্দিন, (সাবেক ওসি কাপাসিয়া), মো. শফিকুল ইসলাম, (পুলিশ পরিদর্শক), মো. আকরাম হোসেন, (কনস্টেবল), মো. ফাহিম হাসান, (কনস্টেবল) ও মো. মাহমুদুল হাসান ( কনস্টেবল)।

তাদের অভিযোগের বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রাইমারি শুনানি হয়েছে।

এর আগে গত ১ মার্চ কলেজছাত্র হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি ও ডিবি পরিদর্শকসহ পুলিশর এসব সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।