কুমিল্লায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংকের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলাধীন সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তাগণের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা” ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়িক পর্যালোচনা সভার উদ্বোধন করেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মোমতাজ উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে, ঋণ আদায় বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান। সকল সূচকে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে অধিক পরিশ্রম করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে উল্লিখিত অঞ্চলে পিছিয়ে পড়া সূচকগুলোকে সমস্যা চিহ্নিতপূর্বক তা সমাধানে আন্তরিকভাবে কাজ করার ওপর পরামর্শ প্রদান করেন। গুণগতমানের ভিত্তিতে ঋণ বিতরণ এবং নতুন করে কোনো ঋণ খেলাপি না হয় সেদিকে নজর রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। শাখায় কেস টু কেস ঋণ পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বর্তমান অবস্থা থেকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। অঞ্চলাধীন শাখাসমূহে ঋণ আদায়ের হার বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় হার বৃদ্ধি, খেলাপি ঋণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন।