আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে অগ্নিসংযোগের পর সেটি এসকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শত শত ছাত্র-জনতা মশাল মিছিল নিয়ে হানিফের বাড়িতে যান। সেখানে তারা অগ্নিসংযোগ করেন। এরপর এসকেভেটর দিয়ে বাড়ির বেশকিছু অংশ ভেঙে দেওয়া হয়। এ সময় শেখ হাসিনা, হানিফ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।
এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র-জনতা। এরপরই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসকেভেটর নিয়ে মাহবুবউল আলম হানিফের বাড়িতে যায় এবং সেটি ভেঙে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে শহরের হাউজিং কদমতলা মোড়ে এলাকায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের বাড়িতেও ভাঙচুর করে ছাত্র-জনতা।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের এই বাড়িতে প্রথম দফায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ছাত্র ও জনতা।