কেন্দ্রীয় ব্যাংকের লোগো দিয়ে অনলাইনে প্রতারণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে। সঙ্গে চটকদার বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে নানা অফারের মিথ্যা বা ভুয়া তথ্য।

এসব নিয়োগ বিজ্ঞপ্তির ফাঁদে পড়ে সাধারণ মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.bb.org.bd) দেখার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।