বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিনয় বহুবার প্রশংসিত হয়েছে। পাশাপাশি ক্যাটরিনার নাচেও মুগ্ধ দর্শক। ‘চিকনি চামেলি’ থেকে শুরু করে ‘কামলি’, বারবার প্রমাণ করেছেন, অভিনয়ের পাশাপাশি নাচটাও ভালোই জানেন ক্যাটরিনা।
কিন্তু ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুতেই তার পথচলা সহজ ছিল না; একেবারেই নাকি নাচতে জানতেন না এই নায়িকা।
সম্প্রতি ক্যাটরিনা কাইফের সম্পর্কে অনেক অজানা কথা প্রকাশ করেন বিখ্যাত কোরিওগ্রাফার টেরেন্স লুইস। তিনি জানান, ক্যাটরিনা নাকি বছরের পর বছর ধরে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে ঘষামাজা করেছেন। তারপর এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি।
টেরেন্স জানান, ‘ক্যাটরিনা তার প্রথম ছবি ‘বুম’-এর মুক্তির পর এসেছিলেন। তখনও ক্যাটরিনা প্রশিক্ষিত নৃত্যশিল্পী ছিলেন না। টেরেন্সের কথায়, ‘ওর সঙ্গে একটা শো করার পর মনে হয়েছিল, মেয়েটা তো নাচতেই পারে না।’
টেরেন্স আরও বলেন, ‘এরপর ‘জারা জারা টাচ মি’ গানটা আমি যখন দেখেছিলাম, তখন বিশ্বাসই করতে পারছিলাম না যে এই সেই মেয়ে! তাই ক্যাটরিনাকে অন্যতম পরিশ্রমী অভিনেত্রী বলে মনে করি। কারণ তিনি তেমন নৃত্যশিল্পী ছিলেন না। তার কোনো প্রশিক্ষণ ছিল না। তবুও নিজের চেষ্টায় আর মনের জোরে অসাধ্য সাধন করেছিলেন। আজ বিশ্বজুড়ে অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন ক্যাটরিনার, এটা বিনোদন জগতের গর্ব।’