জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আমাদের জিডিপি গ্রোথ কমেছে। নানা কারণে আমাদের ব্যবসায় সমস্যা তৈরি হয়েছে। অর্থনৈতিক অ্যাক্টিভিটিস কমেছে। তবে এর মধ্যেও ভালো খবর হলো- গত বছরের একই সময়ের তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) এনটিভির জনপ্রিয় ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে ১৬তম বারের মতো এই অনুষ্ঠানটি আয়োজন করছে। অনুষ্ঠানটি এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার শুরু হয় রাত ৮টায়।
আব্দুর রহমান খান বলেন, রাজস্ব বোর্ডকে বাজেটে রাজস্ব আদায়ে যে টার্গেট দেওয়া হয় তা খুবই চ্যালেঞ্জিং, শুরু থেকেই। আমাদের অর্থনীতিতে প্রচুর ডিমান্ড রয়েছে, দেশের উন্নয়ন জন্য ও অপারেশনের জন্য। ফলে আমরা যদি ঠিক মতো রাজস্ব আদায় করতে না পারি, তবে আমাদেরকে অভ্যন্তরীণ ও বিদেশ থেকে ঋণ নিতে হয়। সেজন্য রাজস্ব বোর্ড রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরাও চেষ্টা করছি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের প্রায় ১১ মাস শেষ হলো। এবারের যেটা হয়েছে, সেটা হলো অমাদের জিডিপি গ্রোথ কমেছে। নানা কারণে আমাদের ব্যবসায় সমস্যা তৈরি হয়েছে। অর্থনৈতিক অ্যাক্টিভিটিস কমেছে। এবার আমাদের এডিপি বাস্তবায়ন হার খুব কম। এতেও আমাদের রাজস্ব আদায় কম হয়েছে।
আব্দুর রহমান খান বলেন, এর মধ্যেও ভালো খবর হলো- গত বছরের একই সময়ের তুলনায় এবারে রাজস্ব আদায় বেড়েছে। এরপরও আমরা রাজস্ব আদায়ে বাড়াতে আরও জোর দিয়েছি। যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে ধরতে জোর দিচ্ছি। চেষ্টা করছি, কমপ্লায়েন্স বাড়াতে। সামনের বাজেটে চেষ্টা থাকবে রাজস্ব আদায় বাড়ানো, ব্যবসার প্রসারে বাধাগুলো দূর করবো। নন ট্যারিফ ব্যারিয়ার দূর করার চেষ্টা করবো। কর অব্যাহতি কমিয়ে আনবো।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আছেন প্রধান উপদেষ্টার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির প্রশাসক (এফবিসিসিআই) মো. হাফিজুর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।