গাজী সংগ্রামের ‘তোমার দেয়া কষ্ট’

নতুন বছর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী গাজী সংগ্রাম। বছরের প্রথম দিন মুক্তি পাচ্ছে তার গাওয়া ‘তোমার দেয়া কষ্ট’ শিরোনামের গানটি। স্যাড রোমান্টিক কথামালার এই মৌলিক গানটি লিখেছেন নাসিম উদ্দিন নাসির। গানটির সুর করেছেন গায়ক নিজেই। সংগীত আয়োজন করেছেন শাহজালাল শান্ত। গানের ভিডিও নির্মাণ করেছেন এসএম আল আমিন কবির। এসজে স্টুডিওজ মিউজিক থেকে গানের ভিডিও অবমুক্ত হবে।

নতুন বছরের প্রথম গানটি নিয়ে আশাবাদী গাজী সংগ্রাম। বললেন, ‘সময়ের চাহিদার কথা মাথায় রেখে স্যাড রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। আশা করি, গানটি শুনলে সবাই মুগ্ধ হবেন। সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ করে যেতে চাই।’

সদ্য বিদায়ী বছরে এই গায়কের ‘আমার হয়ে থেকো’, ‘নিদয়া নিঠুর বন্ধু’, ‘খুব যতনে’ ও ‘হারিয়েছে মন’ শিরোনামের পাঁচটি গান মুক্তি পেয়েছে। নতুন বছর বেশকিছু গানের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন এই গায়ক।