চারকোল অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর

#অর্থ সচিব-শাহরিয়ার

বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৫- ২০২৭ মেয়াদে ‘চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ’ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

সভাপতি পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী জয় হোসাইন পেয়েছেন ১০ ভোট। একই প্যানেল থেকে অর্থ সচিব পদে ৩০ ভোটে জয়ী হয়েছেন শাহরিয়ার ইবনে ইব্রাহিম; তিনি সালাউদ্দিন মিয়াকে ১০ ভোট পরাজিত করেছেন। এ নির্বাচনে ‘চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ‘-এর প্রতিপক্ষ ‘বৈষম্যবিরোধী চারকোল পরিষদ’ কোনো পদেই জয়ী হতে পারেনি।

শনিবার রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৩টি ভোটের মধ্যে ৪০ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি আতিকুর রহমান বলেন, চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সকলের সংগঠন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে সংগঠনকে এগিয়ে নেব।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও মহসিন কবীর নির্বাচন পরিচালনা করেন। সহ-সভাপতি পদে মো. নাজমুল ইসলাম, মেহেদী হাসান (জুলিয়াস) ও মো. হাবিব-এ-হাসান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পদে বিজয়ী হয়েছেন সামছুল আলম তালুকদার, এ এম আলমগীর কবির, তারেকুল ইসলাম, মোফাজ্জল হোসেন ও হোসাইন আহমেদ চৌধুরী। সহযোগী গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছেন শাহদাত হোসেন।

বাংলাদেশে পাটখড়ি পুড়িয়ে তৈরি চারকোল আন্তর্জাতিক বাজারে চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এটি আতশবাজি, কার্বন পেপার, প্রিন্টার ও ফটোকপিয়ারের কালি, মোবাইলের ব্যাটারি, দাঁত পরিষ্কারের ওষুধসহ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

বিসিসিএমইএ দীর্ঘদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের ছোট ভাই জিল্লুর রহমান শিপনের নেতৃত্বে ছিল। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি সংগঠনে সক্রিয় নেই।
গত ১৪ ডিসেম্বর এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নির্বাচন ও আপিল বোর্ড গঠন করা হয়। এরপর ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।