বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু আগেই প্রথম সেশনের খেলা শেষ করলেন আম্পায়াররা। মধ্যাহ্ন বিরতির আগে স্বস্তিতে বাংলাদেশ দল। স্বাগতিকদের সংগ্রহ এরই মধ্যে চারশো পেরিয়ে গেছে। লিড দেড়শো ছাড়িয়েছে।
৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে ৮ উইকেট হারিয়ে ৪০৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ রান। মেহেদী হাসান মিরাজ ৭৬ ও তানজিম হাসান সাকিব ২৯ রানে ক্রিজে আছেন।