চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২০ জানুয়া‌রি) বিকেলে মো. তৌহিদ হোসেনের ঢাকা ত্যাগ করার তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এ সফরে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ৩ দিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন চীন সফরে দেশটির কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বেইজিং ছাড়াও চীনের সাংহাই সফর করবেন মো. তৌহিদ হোসেন।