চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ২৫২ রান

নানা সমালোচনার মধ্যেই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের এক ইনিংস শেষ হলো। ভারতে বেশি সুবিধা নিচ্ছে এমন অভিযোগের পর আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার নির্ধারিত ৫০ ওভারে ২৫২ রান।

আজ রোববার দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নাাম নিউজিল্যান্ডের শুরুটা ছিল উজ্জ্বল। উদ্বোধনী উইকেটে ৫৭ রান তুলেছিলেন দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন রাবিন্দ্রা। ২৩ বলে ১৫ রান করে ইয়াং ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হলে এরপর ৬ রানের ব্যবধানে দুই ব্যাটিং স্তম্ভ রাবিন্দ্রা ও কেন উইলিয়ামসনও সাজঘরে ফেরত যান। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড।

রাবিন্দ্রার উড়ন্ত সূচনা থামে ২৯ বলে ৩৭ রানে। উইলিয়ামসন করতে পারেন মাত্র ১৪ বলে ১১ রান। দুজনই হন রিস্টস্পিনার কুলদীপ যাদবের শিকার।

এরপর চতুর্থ উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন টম লাথাম ও ড্যারিল মিচেল। দেখেশুনে তাদের ধীরগতির ৬৬ বলে ৩৩ রানের জুটি ভাঙে লাথাম আউট হলে। ৩০ বলে ১৪ রান করে স্পিনার রবীন্দ্রা জাদেজার বলে এলবিডব্লিউ হন লাথাম।

পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ৫৭ রানের জুটি করেন মিচেল। ফিলিপসকে (৫২ বলে ৩৪) আউট করে এ জুটি ভাঙেন বরুণ। ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রাসওয়েলকে নিয়ে ৪৬ রানের আরও একটি জুটি করেন মিচেল। এরপর থেমে যায় মিচেলের লড়াকু ১০১ বলে ৬৩ রানের ইনিংসটিও। মোহাম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ হন মিচেল।

শেষ দিকে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে কিছু রান জমা হয় ব্রাসওয়েলের হার না মানা ফিফটিতে। ৩ চার ২ ছক্কায় ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।

হাইব্রিড মডেল অনুসারে সব ম্যাচ একই ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছে ভারত। অন্যান্য দলগুলোর দীর্ঘ পথ সফর করলেও ভারতের সেটি করতে হয়নি। এছাড়া সব ম্যাচ একই উইকেটে খেলার কারণে উইকেটের আচরণ সম্পর্কেও অন্য দলের বেশি জানে ভারতীয়রা। এ নিয়েই সমালোচনা।