ছুটিতে গেলেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্বে রুহুল আলম

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকী আগামী জুনের ২০ তারিখে অবসরে যাওয়ার কথা।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য সরকার মাসখানেকের মধ্যে তাকে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে।