বিমা দাবির অর্থ পরিশোধের জন্য কোম্পানির সম্পত্তি বিশেষ করে জমি বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) ইতোমধ্যে এই সম্পত্তি বিক্রির অনুমোদন দিয়েছে।
কুমিল্লায় থাকা ২০ শতাংশ জমি এক কোটি ৯০ লাখ টাকায় বিক্রি করা হবে।
আইডিআরএর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ২২৬ কোটি টাকার বিমা দাবি এসেছে। কিন্তু এর মধ্যে প্রায় ২২১ কোটি টাকার দাবি এখনো নিষ্পত্তি হয়নি।
আজ দুপুর ১২টা ২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য ১.৯৭ শতাংশ বেড়ে ২৫.৯০ টাকায় পৌঁছেছে।
জমি বিক্রি করে বিমা দাবি নিষ্পত্তি করবে পদ্মা লাইফ
