জামায়াতনেতা আজহার মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ায় যা বললেন আইন উপদেষ্টা

জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল একথা বলেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গনআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের।

এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।”