জিপিএইচ ইস্পাতের রাইট আবেদন বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড-এর রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইট শেয়ার ইস্যুর জন্য কমিশনে জমা দেওয়া প্রস্তাবটি যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য বিবেচনা করা হয়নি। ফলে কমিশনের পক্ষ থেকে আবেদনটি বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি ১:৩ অনুপাতে মোট ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ার ইস্যু করার পরিকল্পনা করেছিল, যার প্রতিটির মূল্য ধরা হয়েছিল ১৫ টাকা (১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়াম)। এর মাধ্যমে ২৪১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৭৫ টাকা সংগ্রহ করার লক্ষ্য ছিল কোম্পানির।