জুলাই-আগস্ট আন্দোলনে গুলি চালানোর ঘটনায় পুলিশ দুঃখিত: ডিএমপি কমিশনার

জুলাই-আগস্ট আন্দোলনে গুলি চালানোর ঘটনায় পুলিশ দুঃখিত জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ভবিষ্যতে যাতে রাজনৈতিক ব্যক্তিরা পুলিশকে ব্যবহার না করে সে বিষয়টিও ভাবতে হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুলিশ ছাড়া সত্যিকারের টেকসই নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। চাঁদাবাজদের বিরূদ্ধে স্থানীয়ভাবে সম্মিলিত উদ্যোগ নিতে হবে, যেখানো সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ।

ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এই সমাজে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য অটোরিকশা প্রয়োজন। আমাদের বাস্তবভিত্তিক চিন্তা করতে হবে। তবে যে হারে অটোরিকশা বাড়ছে সেই হারে বাড়লে পুরো রাস্তা দখল করে ফেলবে, এরপর আপনারা কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। এটি হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, অটোরিকশায় ৮০-৯০ হাজার টাকা ইনভেস্ট করে একজন প্রতিদিন ৫০০ টাকা পাচ্ছেন। আমি ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো পেশায় আছি, ১০ লাখ টাকা ইনভেস্ট করে ১০টা নামায়ে দিয়ে প্রতিদিন ৫ হাজার টাকা আসছে। এক লাখ টাকা ব্যাংকে রাখলে এখন মাসে পাবেন এক হাজার টাকা। এক লাখ টাকা ইনভেস্ট করে প্রতিদিন যদি ৫০০ টাকা আসে তাহলে খারাপ কি, এজন্য অটোরিকশায় সবাই ইনভেস্ট করছে।

তিনি আরও বলেন, সবাই যদি এভাবে ইনভেস্টে নেমে যান তখন আর চলাচলের রাস্তা থাকবে না। কোনো দিকে কেউ নড়তে পারবে না। আপনি আমি কেউ যখন অসুস্থ হবো তখন অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে আসতে পারবে না। ঢাকা শহর অচল হয়ে যাবে। সরকারকে আমি জানিয়েছি যে অটোরিকশাগুলো আছে এর থেকে একটি অটোরিকশাও বৃদ্ধি পাবে না।