জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব পুতিনের

যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনা করতে যতো দ্রুত সম্ভব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের ইস্তাম্বুলে ১৫ মে থেকে শুরু হতে পারে এ আলোচনা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সহ ইউরোপীয় নেতারা গত শনিবার ইউক্রেন সফরে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হতে রাশিয়াকে আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই, এমন ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট।

তিনি জানিয়েছেন, সংঘাতের মূল কারণগুলো দূর করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হতে ইউক্রেনের সাথে আলোচনা চায় রাশিয়া।

প্রেসিডেন্ট পুতিন আরও জানান, রবিবার (১১ মে) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। তবে রাশিয়ার এ আহ্বানে এখনো সাড়া দেয়নি ইউক্রেন।