ঝড় তুলল শাকিবের ‘চাঁদ মামা’

‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ যে এক দুর্দান্ত নাচের গান হতে যাচ্ছে, তার আঁচ পাওয়া যায় টিজারেই। মেগাস্টার শাকিব খানের সঙ্গে ওপার বাংলার নায়িকা নুসরাত জাহানের রসায়নও মনে ধরেছে দর্শক শ্রোতাদের- তা বোঝা গেল শুক্রবার সন্ধ্যায় এসেছে পূর্ণাঙ্গ গান প্রকাশের পর।

৩ মিনিট ৩ সেকেন্ডের এই গানটি লিখেছেন এবং সুর-সংগীত আয়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা।

এর আগে গত মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়। যেখানে শাকিব খান ও নুসরাতকে দেখে প্রশংসায় মেতে ওঠে দুই বাংলার দর্শক। তাদের অনেকের মন্তব্য, শাকিবের ‘লাগে উরাধুরা’র মতোই কিছু একটা হয়েছে। এমনকি সেটিকে ছাড়িয়েও যেতে পারে ‘চাঁদ মামা’!

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা গেল এই আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।