টঙ্গীতে গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকা মাদক ব্যবসায়ীদের একটি অন্যতম স্থান। বারংবার আইন শৃংখলা বাহিনী কর্তৃক অভিযান পরিচালনার পরও তারা সুুযোগ পেলেই উক্ত এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটায়। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীদের অপতৎপরতার জন্য টঙ্গী এলাকায় কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ইং ৩০ জুন ২০২৫ তারিখ র‍্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থল হতে মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (২৭), মোঃ সাজন মিয়া (২৯) এবং মেহেদী হাসান (২১)’দেরকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকসহ আটক করা হয়। এ সময় আসামীদের নিকট হতে ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ১৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।