মানুষের জীবন-মৃত্যু সৃষ্টিকর্তার হাতে সেটা সবারই জানা, তবে এমন যদি হয় ঘুম থেকে উঠে সকাল বেলা দেখলেন আপনি জীবিত কিন্তু পৃথিবীর কাছে একজন মৃত মানুষ! এর থেকে ভয়াবহ অনূভুতি হয়ত হতে পারে না।
ঠিক এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ওয়াশিংটনের মেরিল্যান্ডের গেইথার্সবার্গের এক নারী, নিকোল পাউলিনো। নিকোল তার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে গিয়ে জানতে পারেন, সিস্টেমে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত দেখানো হচ্ছে। মূলত নিজের ড্রাইভিং লাইসেন্সের জন্য তিনি আবেদন করলে মোটর যন্ত্রের অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেম থেকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণার একটি টেক্সট মেসেজ পাঠানো হয়। জীবিত থেকেও নিজের মৃত ঘোষণার খবর অবাক করেছিল নিকোলকে।
কিন্তু বিড়ম্বনার এ যেন শুরু। ড্রাইভিং লাইসেন্সের আবেদন তো তার বাতিল হয়ে যায়ই সে সাথে মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা থেকে তাকে “মৃত করদাতা” হিসাবেও বর্ণনা করে চিঠিও পাঠানো হয়। অন্যদিকে, তার মা এবং তিন সন্তানের জন্য স্বাস্থ্য বীমা বাতিল করা হয়েছিল, যার ফলে চিকিৎসা বিলের বিশাল খরচ তার প্রদান করেতে হয়েছিল।
এমনকি তিনি তার হাঁপানির জন্য প্রয়োজনীয় ইনহেলার পেতে অসুবিধায় পড়তে হয়েছিল। অবশেষে নিকোল সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তাদের কাছ থেকে একটি ফোন পেয়ে জানতে পারেন যে আর নামটি মূলত টাইপিংয়ের ভুল ছিল। একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থা অন্য কারো মৃত্যুর রিপোর্ট করতে গিয়ে সেখানেই সোশ্যাল সিকিউরিটির নম্বরে একটি সংখ্যা ভুল পড়ে যায়, আর ভুল করে আর কারো নম্বর নয় সেটা নিকোলের নম্বরটি জমা পড়েছিল। পরবর্তীতে ভুলটি সংশোধন করা হয় এবং নিকোলের নামও অপসারণ করা হয়।
সূত্র: স্কাই নিউজ
ফাতেমা এ্যানি