টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। ৪৭ বছর বয়সী এই নারীকে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর রয়টার্স।
এমা গত বছরের নির্বাচনে ওয়াইকম্ব থেকে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হন। এর আগে এমা ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়ে অভিজ্ঞতা অর্জন করেন।
এমা রেনল্ডসের নিয়োগে যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে আশা করছে লেবার পার্টি।
যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। তারই বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে লেবার পার্টি। ফলে তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার।