ডার্মাটোলজি সম্মেলনে সিওডিলের স্টলে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের ভিড়

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক অ্যাস্থেটিক ডার্মাটোলজি সম্মেলন—যেখানে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০০ জন চর্মরোগ বিশেষজ্ঞ। বাংলাদেশে তৃতীয়বারের মতো আয়োজিত এ সম্মেলনের গর্বিত প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডার্মা কসমেটিকস ব্র্যান্ড ‘সিওডিল’।

অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি)-এর আয়োজনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রথম দিনেই অনুষ্ঠিত হয় একাধিক সায়েন্টিফিক সেশন ও সেমিনার। সিওডিল তাদের উদ্ভাবনী পণ্য ও গবেষণামূলক কার্যক্রম তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করে।

আরও পড়ুনঃ আগ্রহের কেন্দ্রবিন্দুতে বিখ্যাত স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল

সিওডিলের স্টল ছিল দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড ও ভারতের অংশগ্রহণকারীরা সিওডিলের পণ্য ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে। আশা করছি সিওডিল বাংলাদেশের অন্যতম একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেশের সুনাম বয়ে আনবে।

সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, এবারের অ্যাস্থেটিক ২০২৫ এ উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ সিওডিল। বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রেকমেন্ডেড এই ব্র্যান্ডটি সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সিওডিলের এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই সিওডিল চলতি বছরেই দুবাই ডার্মা ও কসমো প্রফ ২০২৫ এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। আজকেও বাংলাদেশের এই আয়োজনে যেসব ডাক্তাররা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন তারা সিওডিলের পণ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমেরিকাসহ শ্রীলংকা, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই ও ভারতে সিওডিলের পণ্য পাওয়া যাচ্ছে। আশা করছি খুব শিগগিরেই আমরা মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তানে আমাদের পণ্যের নতুন বাজার তৈরি করতে পারবো।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ