সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে আগের কার্যদিবেসের তুলনায় প্রধান সূচক কমেছে ৫৮ পয়েন্ট। একইসঙ্গে টানা নয় কার্যদিবস ৪০০ কোটি টাকার নিচে রইলো লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ২৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৯৩০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির, বিপরীতে ২৯৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।