ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে সর্বোচ্চ পুরস্কার জিতলো মিডিয়াকম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের অষ্টম সংস্করণে একক বিজ্ঞাপনী কোম্পানি হিসেবে এবার সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে মিডিয়াকম লিমিটেড।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সম্প্রতি ছয়টি ক্যাটাগরিতে মোট ১০টি পুরস্কার পেয়েছে স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থাটি বলে বৃহস্পতিবার কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’ ক্যাটেগরিতে ইস্পাহানি মির্জাপুর চায়ের জন্য দু’টি এবং রাঁধুনির জন্য একটি অ্যাওয়ার্ড জিতেছে তারা।

এছাড়া ‘বেস্ট ইউজ অব ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স’ ক্যাটেগরিতে সেনোরা এবং টফির জন্য একটি করে পুরস্কার জেতে মিডিয়াকম।

এছাড়াও টফির জন্য ‘বেস্ট ডিজিটাল মার্কেটিং ফর ওটিটি প্ল্যাটফর্ম’ ক্যাটাগরিতে আরও একটি পুরস্কারও ঘরে তুলেছে কোম্পানিটি।

বিকাশের কমিউনিটি বেইজড প্ল্যাটফর্ম ‘আমার বিকাশ’র জন্য মিডিয়াকমের ‘প্রেমের বিকাশ’ ক্যাম্পেইনটিও তিনটি ভিন্ন ক্যাটেগরি ‘বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার’, ‘বেস্ট কন্টেন্ট মার্কেটিং’ এবং ‘বেস্ট ইউজ অব টিকটক’ এ পৃথক তিনটি পুরস্কার আসে।

এছাড়া মিডিয়াকমের আরেকটি পুরস্কার আসে টিকটকে জিরোক্যালের প্রচারণা থেকে।

মিডিয়াকমের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু বলেন, “ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে মিডিয়াকমের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন, আশা করি, সামনের দিনেও এই সাফল্য অব্যাহত থাকবে।”

বাছাই শেষে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২৪টি ক্যাটাগরিতে ডিজিটাল বিজ্ঞাপন জগতের ৭৪টি কাজকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। এ বছর পুরস্কারের জন্য সর্বমোট ১ হাজার ৫৭টি মনোনয়ন জমা পড়ে।