ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২২-২৩ ফেব্রুয়ারি

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) আগামী ২২ ফেব্রুয়ারি ইউল্যাব ক্যাম্পাস ও ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে।

মোবাইল চলচ্চিত্র নির্মাণকে উদযাপনকারী এই উৎসবে এবার ২৮টি দেশের ১১৭টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে চারটি প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে (ওপেন ডোর ফিল্ম, শর্ট ফিল্ম, ভার্টিক্যাল ফিল্ম, এবং ওয়ান মিনিট ফিল্ম) ২৭টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

ডিআইএমএফএফ ২০২৫-এর জুরি বোর্ড দুটি বিভাগে বিভক্ত।

‘ওপেন ডোর’ এবং ‘ভার্টিক্যাল’ ক্যাটাগরির চলচ্চিত্র মূল্যায়ন করবেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক তানিম রহমান অংশু।

অন্যদিকে, হলিউডের স্বনামধন্য পরিচালক ও চিত্রনাট্যকার রিচার্ড গ্রিনউড জুনিয়র ‘ওয়ান মিনিট’ এবং ‘শর্ট ফিল্ম’ ক্যাটাগরির বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডিআইএমএফএফ ঘোষণা করছে, প্রতিযোগিতার ফাইনালিস্টদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

ফেস্টিভ্যালের বিচারক হওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিচার্ড গ্রিনউড জুনিয়র বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অনেক সম্মানের। আমি বিশ্বের বিভিন্ন দেশের অসাধারণ চলচ্চিত্রগুলো দেখে মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছি। আমি সকল চলচ্চিত্র নির্মাতাদের জন্য শুভকামনা জানাই, চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যান” অন্যদিকে, তানিম রহমান অংশু চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা ও নিষ্ঠার প্রশংসা করে জানান, তিনি নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখে দারুণ উপভোগ করেছেন এবং প্রতিটি নির্মাণের পেছনের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন।

এবারের আসরে মিডিয়া পার্টনার, ঢাকা পোস্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সমকাল, দীপ্ত টিভি, মাছরাঙা টিভি, চ্যানেল ২৪।

এবারের ফেস্টিভ্যালের সমাপ্তি হবে স্টার সিনেপ্লেক্সে এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

ডিআইএমএফএফ মোবাইল ফিল্মমেকিং-এর মাধ্যমে তরুণ নির্মাতাদের প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে।